৫২'র গল্প

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

তির্থক আহসান রুবেল
  • ৪২
  • 0
  • ৯৩
কাল কি তবে ভাঙ্গবে ১৪৪ ধারা
যদি কেউ যায় মারা
এমনটাই ভাবছিল মাহবুব আর তার দল
অন্যদিকে মতিন চাইছে বাড়াতে জনবল।

রওশন বলে ভয় কিসের সামনে রব মোরা
না হয় হবে ইতিহাস রক্ত দিয়ে গড়া।
একটা কিছু হবে কাল শাসক সমাজ বৈরি
বুলেট, লাঠি সবই আছে টিয়ার গ্যাস তৈরি।

রাত্রি ধরে ফেস্টুন ব্যনার কত শত ভাবনা
কেউবা বলে রক্তগুলি ঐ সবেতে যাবো না।
কেউবা ভাবে ঠায় দাঁড়িয়ে, শুধুই হবে শ্লোগান
কেউবা রাজি হয়েই যেতে মায়ের তরে কোরবান।

সকাল হলো আম্রতলে জমায়েত সব্বাই
ঐ যে আমার বোনটি এলো, ঐ যে আমার ভাই।
মেয়েরা গেল সবার আগে দশ জনেরই দল
বুলবুল ছিল তাদের সাথে দিতে মনোবল।
একটু পিছে আরেকটি দল, তারও পিছে আরো
বাড়ছে শুধু মিছিলের দল, বাড়ছে আরো বাড়ো।

পুলিশ ছিল লাঠি নিয়ে, বন্দুক ছিল তৈরি
কারফিউ ভাঙ্গল যখন, চালও গুলি আর কি!
তার আগে ছেলে মেয়ে ধরে ট্রাকে তুলি
পরে মারো টিয়ার সেল, ঝাকেঁ ঝাকেঁ গুলি।
কে যে কোথায় ছিটকে গেল, কে যে গেল মারা
এত ডাকি চিৎকার করি দাঁড়া ও ভাই দাঁড়া।
লাশটি পেলাম রফিক ভাইয়ের, লাশটি পেলাম সালামের
বরকত ভাইয়ের লাশটি পেলাম, বুকে গুলি জালিমের।
আরো কত লাশ যে আছে, কোথায় গেলে পাই
তন্য তন্য করে খুজিঁ, নাই যে কোথাও নাই।
তবে কি লাশ গুম হয়েছে, ঐ যে রক্ত ঐ
কালো পিচে তাজা রক্ত আমার ভাইটি কৈ!
বোনটি আমার সামনে ছিল, গেল কোথায় সে?
ট্রাকের সামনে ছিল তখন, এখন কোথায় যে?

পরে মোরা জানতে পারি লাশ হয়েছে গুম
হয়ত কোথাও রীতিবিহীন চিরতরে ঘুম।
বোনের নখে সূঁচ ঢুকেছে, থানার ভেতর রাতে
লাঠি আর লাথি সব সয়েছে, চেপে দাঁত দাঁতে।

আজকে মোরা ভাইয়ের গানে করছি প্রভাতফেরী
বোনের কথা ভুলতে মোদের একটু হয়নি দেরি।
ভাইয়ের রক্ত বোনের রক্ত একই যে রং লাল
একইভাবে ঝরেছিল বায়ান্ন সে সাল।
সেই রক্তের গানে মোরা স্বাধীনতা এনেছি
লাল-সবুজের পতাকার বাংলাদেশ পেয়েছি।

নোট:
১. মাহাবুব আলম, আব্দুল মতিন, রওশন আরা বাচ্চু, আলি আজমত বুলবুল সবাই ৫২'র ভাষা সৈনিক
২. ৫২'র ভাষা আন্দোলনে উপমহাদেশে প্রথমবারের মতো টিয়ার গ্যাস ব্যবহৃত হয়
৩. সেদিন কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক পরিসংখান পাওয়া যায় নি
৪. মিছিল থেকে মেয়েদের ধরে নিয়ে নানাভাবে নির্যাতন করে শাসকগোষ্ঠী সে সময়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন বড় সুন্দর কবিতা। মনে হচ্ছিলো পাঠ্য বইয়ের কোন কবিতা পড়ছি। বুকে টান মারে এমন একটা কবিতা।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১২
গল্পকবিতার অন্যতম সেরা কবি যখন এমন একটা কমপ্লিমেন্ট দেয়.... তখন নিজেকে একটা কিছু মনে হয়....
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১২
সূর্য অনেকটা ইতিহাস ধারণ করে আছে কবিতা.......... পাদটিকার লেখাগুলোর জন্য অতিরিক্ত ধন্যবাদ রইল। কবিতা ভাল লেগেছে......☼
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ সূর্য ভাই। স্কুলের পাঠ্যপুস্তকের স্টাইল নেয়ার চেষ্টা করেছি....
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
মনির খলজি একেবারে একুশের খাস কবিতা এপ্রজন্মের লিখক হয়েও মনে হলো তিনি নিজেই সে ঐতিহাসিক মিছিলে ছিলেন .....খুব ভালো লাগলো ...শুভকামনা রইল আর সেরাটা.... !
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
মনির ভাই, এত বড় কমপ্লিমেন্ট পাবার আশা করিনি.......... ধন্যবাদ..... কৃতজ্ঞতা........
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
রোদের ছায়া এত সুন্দর করে ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় তুলে এনেছেন কবিতায় !! অসাধারণ ......প্রিয়তে নিলাম / দৃ :আ: চালও গুলি = চালাও গুলি /
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ আপনাকে..... ভুলটা এইমাত্র দেখলাম.....অনেক অনেক ধন্যবাদ....
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
মাহমুদুল হাসান ফেরদৌস হুম অনেক কিছু জানলাম। আপনার কবিতা না পড়লে এগুলো অজানাই থেকে যেত। ভালো থাকুন।
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১২
ভাই, এতো দেরীতে......!!!! আপনাদের মতো কিছু চেনা মুখের অপেক্ষায় থাকি.........
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১২
বশির আহমেদ ৫২ এর একুশে তুলে এনেছেন কবিতার ক্যানভাসে । চমৎকার হয়েছে ।
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
বশির ভাই, ধন্যবাদ..... কবিতার ক্যানভাস শব্দটা ভাল লেগেছে....
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
আসন্ন আশফাক কবিতা ভালো লেগেছে, আর আপনি যে তথ্য গুলো দিলেন তা আগে জানা ছিল না ১ নং টা বাদে
"আজকে মোরা ভাইয়ের গানে করছি প্রভাতফেরী বোনের কথা ভুলতে মোদের একটু হয়নি দেরি।" এটা চমত্কার ছিল
মনোযোগ দেয়ায় কৃতার্থ হলাম..... কিন্তু ভাই.... আলী আজমত বুলবুল এর নামটা অনেকেই জানে না.... তাঁকে অনেকে চিনে পাগলা ডাক্তার হিসেবে...
জসীম মেহবুব আপনার কবিতাটা অন্যরকম লাগলো আমার কাছে । তবে ভালো ।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২
জসীম ভাই, ধন্যবাদ..... চেষ্টা করেছি মূল গল্পটিকে প্রকাশ করতে...
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২
আরাফাত মুন্না পুরো প্রেক্ষাপটটা ফুটে উঠেছে।সুন্দর।
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ আরাফাত ভাই...... অনেক ব্যস্ততায় সময় দিয়েছেন.....
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম একটা ইতিহাস তুলে ধরলেন-কবিতায়। ভালো লাগলো। শুভ কামনা রইল কবি......
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল ভাই.... অনেক অনেক ধন্যবাদ...... আগামীতেও আপনার মন্তব্য আমাকে এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস রাখি....
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১২

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫